প্রকাশিত:
১২ জানুয়ারী, ২০২৬
অনুষ্ঠানে আনুষ্নঠানিকভাবে নতুন কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সাদমান নওয়াজ ক্লাবের পুরো নেতৃত্ব ও সদস্যবৃন্দের নিষ্ঠা, অভিনন্দন জানান। এই অনুষ্ঠানটি কমিউনিটির ইতিবাচক পরিবর্তন ও মানবিক সেবায় নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক সভাপতি লায়ন ডগলাস এক্স আলেকজান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নেনা লোজাদা স্মিথ, প্রতিষ্ঠাতা ও দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট এবং ক্লাবের ফাইন্ডার গভর্নর শাহ নেওয়াজ, এবং সহ-প্রতিষ্ঠাতা রানো আমেনা নওয়াজসহ জেলা ও আন্তর্জাতিক পর্যায়ের বহু বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন সি লিউ, অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, জেলা নেতা হিরাম মনসেরাট এবং ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯-এর চেয়ারম্যান মোহাম্মদ মজুমদার, যা অনুষ্ঠানটি হয় আরো আড়ম্বর।
বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ইনকর্পোরেটেড-এর সভাপতি লায়ন আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, বোর্ড অফ ট্রাস্টি সদস্য লায়ন ফকরুল ইসলাম দেলোয়ার এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ফকরুল আলম।
এছাড়া বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি লুৎফুল করিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই সফল আয়োজনের পেছনে ছিল জেলা ২০-আর ২-এর আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব আহসান হাবিব, সদস্য সচিব অনিক রাজ এবং কো-কনভেনর ও মার্কোটিং ডিরেক্টর মোঃ বদরোদ্দোজা সাগর। যাদের দক্ষ পরিকল্পনা ও সমন্বয় অনুষ্ঠান রুপ নেয় আলোক জলকের মতো।
নিউ ইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব ভবিষ্যতে কমিউনিটি উন্নয়ন, মানবিক সেবা ও সামাজিক নেতৃত্বে একটি শক্তিশালী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকল অতিথি ও লায়ন নেতারা।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান পরিবেশন করেন রানু নেওয়াজ, অনিক রাজ ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অঙ্কন।